শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

নৌকার বিজয় সুনিশ্চিত- কামরান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৪২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জিতবেন, এ বিষয়ে সুনিশ্চিত নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান।

বলেন, ‘আমি সম্পূর্ণ আশাবাদী, নৌকার বিজয় সুনিশ্চিত এবং সিলেটের মানুষ আমাদের সমর্থন করছে। আমরা শতভাগ আশাবাদী নৌকার বিজয়ে।’

কিন্তু যদি হেরে যান?- এমন প্রশ্নে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য রাজনীতি করে। নির্বাচনী ফলাফল জনগণ যেটা দেবেন সেটা অবশ্যই আমি মাথা পেতে নেব।

সোমবার সকাল ৮.৫০ মিনিটে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন কামরান। তিনি এই করপোরেশনের দুই বারের মেয়র ছাড়াও পৌরসভা নির্বাচনেও চেয়ারম্যান হিসেবে জেতেন একবার। তবে ২০১৩ সালে হেরে যান বিএনপির আরিফুল হক চৌধুরীর কাছে। এবার পরপর দুই নির্বাচনে মুখোমুখি তারা।

ভোট কেমন হচ্ছে-জানতে চাইলে কামরান বলেন, ‘এখন পর্যন্ত ভোটের কার্যক্রম ভালোই হচ্ছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।’

ভোটের প্রচারের শুরু থেকেই বিএনপি পরিবেশ নিয়ে নানা অভিযোগ করে আসছে। কর্মী সমর্থকদের হয়রানি করা, গ্রেপ্তারের অভিযোগ নিয়ে ভোটের আগের দিনও সোচ্চার ছিলেন দলটির নেতারা।

আরিফুল হক চৌধুরীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরান বলেন, ‘বিএনপি প্রার্থীর অভিযোগ নির্বাচনের শুরুর দিন থেকে ছিল আজকে পর্যন্ত থাকবে। এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। বিশেষ করে নৌকার গণজাগরণ দেখে নিনি নানান কথা বলছেন।

কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থীর অভিযোগ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, ‘এগুলো মোটেও ঠিক না। আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো।’

‘ভোটাদের উপস্থিতিও অত্যন্ত সন্তোষজনক। সকাল থেকে লাইনের ভোটারদের উপস্থিতি অনেক সাথে মহিলাদের ভোটারও বেশি। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আসলে অবশ্যই আমি আপনারদের জানাব।’

মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না- এই নির্দেশনা কীভাবে দেখছেন এমন প্রশ্নে জবাব আসে, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এই ব্যাপারে বোধ হয় আমার কোনো মতামত দেওয়া ঠিক হবে না। তবে অনেকে মোবাইল ফোন নিয়ে হয়ত ব্যালোটে সিল মারা পর বাইরে দেখলাম। সুতরাং আমি মনে করি এটা নির্বাচন কমিশনের এখতিয়ার।’ সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com