শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

‘নৌকার পালে হাওয়া, জয় সুনিশ্চিত’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নিজেদের বিজয়ের ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা দেশে নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকার জয় সুনিশ্চিত। আমরা আবারও সরকার গঠন করে আপনাদের সেবা করব।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি ঢাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান।

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে নিবেদন, আমরা ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছি। এই মহান নেতার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা তার জন্মশতবার্ষিকী পালন করব। সেটা সম্ভব হবে আপনারা, আমাদের ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিলে। আমরা আপনাদের সেবা করতে চাই। এজন্য আপনাদের ভোট চাই।’

তিনি বলেন, ‘আমরা ফের ক্ষমতায় আসলে দুর্নীতি দূর করব। মানুষের কল্যাণে কাজ করব, উন্নয়ন করব। বিশেষ করে তরুণ সমাজকে গুরুত্ব দেব। এই তরুণ সমাজের জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং কর্মসংস্থানের ব্যবস্থা ও শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, আরও দেব। আগামীর দেশ গড়তে তরুণদের মেধা ও যোগ্যতা কাজে লাগাব।’

শেখ হাসিনা বলেন, ‘ঢাকায় বস্তি আছে। সেখানে তারা মানবেতর জীবন-যাপন করেন। এভাবে তাদের আর থাকতে হবে না। আমরা তাদের জন্য ফ্ল্যাট ভাড়া করে দেব। দৈনিক, সাপ্তাহিক, মাসিক হারে, যে যেভাবে চাইবেন ভাড়া দিতে বসবাস করতে পারবে। ইতোমধ্যে প্রকল্প নিয়েছি। আগামীতে সরকারে এলে এগুলো বাস্তবায়ন করব।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘ধানের শীষে ভোট মানে দুর্নীতি, ধানের শীষে ভোট মানে ককটেল আর বোমা হামলা। ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, কিপরীতে নৌকা মার্কা উন্নতি, সমৃদ্ধি। নৌকা মার্কা জনগণের স্বাধীনতা, নৌকা মার্কা মানে জনগণের ভাগ্যকে উন্নীত করা। নৌকা মার্কা মানে এদেশের মানুষের কল্যাণ হওয়া, যা চির জীবন দেশবাসীর প্রাপ্য।’

তিনি বলেন, ‘মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না, তারা কীভাবে আবার ধানের শীষে ভোট চায়, আপনারাই বলেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহর সভাপতিত্ব বেলা পৌনে ৩টায় জনসভা শুরু হয়। প্রধানমন্ত্রী আসেন পৌনে ৪টার দিকে।

জনসভায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, আসাদুজ্জামান খাঁন কামাল, অ্যাডভোকেট সাহারা খাতুন, আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক), আতিকুল ইসলাম আতিক, সাঈদ খোকন, সাদেক খান, ওমর ফারুক চৌধুরী, ইলিয়াস আলী মোল্লা প্রমুখ বক্তব্য দেন। তারা সবাই নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ইয়ুথ ক্লাব মাঠে জড়ো হন। তারা নৌকার প্রতিকৃতি নিয়ে, নেচে-গেয়ে উল্লাস করেন। প্রার্থীদের পোস্টার ও ব্যানার হাতেও বিভিন্ন স্লোগান দেন।

জনসভায় ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা-১১ আসনের একেএম রহমতউল্লাহ, ঢাকা-১২ আসনের আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩ আসনের সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, ঢাকা-১৫ আসনের কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও ঢাকা-১৮ আসনের সাহারা খাতুন ছাড়াও দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনের প্রার্থী সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি স্থানে ৫টি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া ১০টি জেলায় ভিডিও কনফারেন্স করবেন তিনি।

গুলশানের পর আগামী ২৪ ডিসেম্বর কামরাঙ্গীচরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২২ ডিসেম্বর সিলেট এবং ২৩ ডিসেম্বর রংপুরের একাধিক নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন তিনি।

গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে কোটালীপাড়ার জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। পরদিন ঢাকায় ফেরার পথে তিনি ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাভারে আরও সাতটি স্থানে পথসভায় বক্তব্য রাখেন। সূত্র: পরিবর্তন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com