বাংলা৭১নিউজ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাকে বিজয়ী করতে যুব ও সেচ্ছাসেবক লীগ নেতাকমীরা শপথ নিয়েছে।
শনিবার সকালে পৌর এলাকার পুষ্টকামুরী আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের যুব ও স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে এক মতবিনিময় সভায় তারা এই শপথ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।
মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, যুগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, আবিদ হোসেন শান্ত প্রমুখ।
এতে মির্জাপুর পৌরসভা, গোড়াই পূর্ব ও পশ্চিম, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত হন। পরে উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের আহবানে নেতাকর্মীরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দুই হাত তুলে শপথগ্রহন করেন।
এর আগে বুধবার মৈশামূড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার উয়ার্শী, ভাতগ্রাম ও আনাইতারা, বৃহস্পতিবার পাথরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে তরফপুর, বাঁশতৈল, আজগানা, লতিফপুর, শুক্রবার জামুর্কী বাজারে জামুর্কী, ফতেপুর, মহেড়া, বানাইল ইউনিয়ন যুব ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।#
বাংলা৭১নিউজ/জেএস