বাংলা৭১নিউজ, ঢাকা: নোয়াখালী-৫ আসনে মনোনয়ন নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সাংবাদিকদের তিনি বলেন, একটির বেশি আসনে নির্বাচন করার যোগ্যতা আমার নেই। একটি আসন থেকেই তিনি প্রার্থী হচ্ছেন।
এ আসনটি দুটি উপজেলা ও দুটি পৌরসভা (কোম্পানীগঞ্জ উপজেলার একটি পৌরসভা আট ইউনিয়ন ও কবিরহাট উপজেলার এক পৌরসভা সাত ইউনিয়ন) ও সদর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত।
এর আগে এখান থেকে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওবায়দুল কাদের।
নোয়াখালী-৫ আসনটি বরাবরই আলোচিত। এ আসনে লড়াই করেন দেশের বৃহত্তম দুদলের হেভিওয়েট দুই প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগের ওবায়দুল কাদের ও বিএনপির মওদুদ আহমদ। আগামী জাতীয় নির্বাচনেও এ আসনে জমজমাট লড়াইয়ের আশা করা যাচ্ছে। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস