বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সহপাঠীদের পিটুনি ও ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।
মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে মঙ্গলবার রাত ১০টার দিকে চৌমুহনী পৌর এলাকার আলীপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জোবায়ের হোসেন (১৯)। তিনি সেনবাগের কাজিরখীল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বেগমগঞ্জের আলীপুরে তাদের বাসা। নোয়াখালী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাতেই আটজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, কয়েক দিন আগে মোবাইল ফোন নিয়ে জোবায়ের ও তার সহপাঠী রাকিবের মধ্যে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার রাতে রাকিব, আশরাফ, জনি, মেহেরাব ও আবিরসহ ১০-১২ জন মিলে জোবায়েরকে ধরতে যায়। একপর্যায়ে তারা জোবায়েরকে পিটিয়ে ও ছুরি মেরে গুরুতর জখম করে।
রাতে জোবায়েরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান শাহজাহান শেখ।
বাংলা৭১নিউজ/এস.এ