বাংলা৭১নিউজ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর এলাকার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক রাকিব।
আহতদের মধ্যে একই এলাকার আবদুলকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
সোনাইমুড়ী থানার ওসি মো. নাছিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
ওসি নাছিম উদ্দিন বলেন, অটোরিকশাটি কাঁঠালিয়া থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ