নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় দক্ষিণ চরওয়াপদার সিরাজ চৌকিদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তবে দুজনই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। এদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর।
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সগির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে তিন দিক থেকে তিনটি গাড়ি আসছিল। এসময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোরিকশার এক যাত্রী।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মহিউদ্দিন আবদুল আজিম বলেন, ওই অটোরিকশায় ছয় যাত্রী ছিলেন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চরজব্বর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোমান মিয়া।
বাংলা৭১নিউজ/সিএফ