বাংলা৭১নিউজ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ওপর হামলা হয়। সভামঞ্চ ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে এমপিসহ আহত হন শতাধিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত প্রতিবাদ সভা চলাকালে মেয়র গ্রুপের একদল নেতাকর্মী মঞ্চ দখল করলে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. জাফর উল্যাহ ও নোয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ কিরণ তাদের নেমে যাওয়ার জন্য বলে।
এ সময় চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও চৌমুহনী পৌরমেয়র আক্তার হোসেন ফয়সল নেমে গেলে তাৎক্ষণিকভাবে শুরু হয় সংঘর্ষ। ঘটনার সময় উভয়গ্রুপের সংঘর্ষ বেঁধে গেলে ব্যাপক বোমাবাজি, ফাঁকা গুলিবর্ষণ, দা, হকিস্টিক ও রাম দা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয়গ্রুপের শতাধিক আহত হয়। সন্ত্রাসীরা চৌমুহনী পূর্ববাজার কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে বোমাবাজি করতে করতে সমাবেশ স্থল (স্টেজে) এসে ব্যাপক ভাঙচুর শুরু করে।
এ সময় মামুনুর রশিদ কিরণ ছাড়াও আওয়ামী লীগ নেতা বাবুল, মামুন, মাহবুব, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মাছুম, জেলা ছাত্রলীগের সদস্য নাজমুল শিহাব, থানা যুবলীগের সদস্য মামুন, পৌর ছাত্রলীগের সদস্য মো. শামীম, অন্তর ও সামছুল ইসলাম গুরুতর আহত হন।
বাংলা৭১নিউজ/এস এইস