যশোরের মণিরামপুরের রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ে সাঁতার কাটতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধারকাজে নেমেছেন। এর সঙ্গে কাজ করছেন স্থানীয়রা।
দুপুর ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের উদ্ধারকাজ চলছিল। তার নাম-পরিচয় মেলেনি।
তিনি যশোর সরকারি এমএম কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকালে যশোর থেকে দল বেঁধে রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন কলেজছাত্ররা। এরপর তারা ‘জেলা প্রশাসক ভাসমান সেতুর’ পাশ থেকে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তিন বন্ধু সাঁতার কাটতে বাঁওড়ে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে দুজন তীরে উঠে আসলেও একজন নিখোঁজ হন।
রাজগঞ্জ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আজমল হোসেন বলেন, বাঁওড়ে জাল ফেলে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের কাজ চলছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেন। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে।
বাংলা৭১নিউজ/এমএন