বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ৯০ এর গণ আন্দোলনের নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমেদকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নের দাবিতে বুধবার নেত্রকোনা জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই মোহনগঞ্জ, মদন এবং খালিয়াজুরী উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা নেত্রকোনা শহরের এসে প্রেসক্লাব সড়কে জমায়েত হয়। পরে দলীয় নেতাকর্মীসহ আম জনতা পৌর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এই আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হলে শফি আহমেদকে মনোনয়ন নয়ন দিতে হবে এমন দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, ভিকচান চেয়ারম্যান, রবিউল আওয়াল শাওন, এ আর মাসুদ, স্বাগত সরকার শুভ আহসান উল্লাহ শামীম, ইজাজুল হক রয়েল, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, সারোয়ার হোসেন, । পরে তারা অর্ধঘন্টা সড়ক অরোধ করে রাখেন।
উল্লেখ্য, এই আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য রেবেকা মমিন।
বাংলা৭১নিউজ/জেএস