মিথ্যা ও হয়রানী মূলক মামলার হাত থেকে বাঁচতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ গ্রামের বুলবুল ঘোষের পুত্র সুমন ঘোষ। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমি স্থানীয় বাজারে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলাম। আমার প্রতিবেশী কাঞ্চন মিয়ার স্ত্রী হ্যাপি আক্তার একজন ঝগড়াটে প্রকৃতির, পর সম্পদ লোভী, শিশু পাচারকারী ও চরিত্রহীন মহিলা।
সম্প্রতি হ্যাপি আক্তার তার বাড়ী থেকে বের হতে জন্য আমার কাছে কিছু জমি চাইলে আমি সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু জমি ছেড়ে দেই। পরবর্তীতে আমার অবশিষ্ট জমি জোরপূর্বক দখল করে নেয়ার জন্য বিভিন্ন ভাবে পাঁয়তারা করছে। আমি জমি না দেয়ায় সে আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর পাশাপাশি আর্থিক ও সামাজিক ভাবে হেয় পতিপন্ন করিতেছে।
হ্যাপি আক্তারের অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায় সে গ্রামের নীরিহ গ্রামবাসীর বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। সংবাদ সম্মেলনে তিনি হ্যাপি আক্তারের অনৈতিক কর্মকান্ড এবং মিথ্যা মামলার হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ মিয়া, সন্ধ্যা রাণী, ভাগ্য রাণী, এখলাছ মিয়া, অসিত চক্রবর্তী, জুয়েল মিয়া, রতন মিয়া, রেজ্জাক মিয়া, মোঃ হাফিজ উদ্দিন ও সোহেল মিয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/জিকে