বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বিদায়ী জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব নজরুর ইসলাম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেন, চন্দ্রনাথ কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ নূরুল আমিন, প্যনেল মেয়র-১ মোঃ আমীর বাশার, প্যানেল মেয়র-৩ শামীম আরা খানম শিল্পী, কাউন্সিলর আব্দুল হেলিম লস্কর, কাউন্সিলর আবুল কালাম খোকন ও নির্বাহী প্রকৌশলী কাজী নুরুন্নবী। অনুষ্ঠান পরিচালনা করেন, রফিকুল ইসলাম হাওলাদার মিলন। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসকের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস