বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য সভাপতি, এডভোকেট আমিনুল হক খান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন: এডভোকেট জাফর আল সাদেক (সহ-সভাপতি), আনিছুর রহমান (সহ-সভাপতি), এডভোকেট আব্দুর রাজ্জাক (যুগ্ম সম্পাদক), এডভোকেট আব্দুল লতিফ মৃধা (সহ-সম্পাদক), এডভোকেট এখলাছুর রহমান (সাহিত্য ও সংস্কৃতি সম্পাক), এডভোকেট লুৎফর হায়দার (খেলাধুলা সম্পাদক), এডভোকেট সুলতানা নাসরিন (লাইব্রেরী সম্পাদক), এডভোকেট নিরঞ্জন সরকার (অডিটর)। নির্বাচিত সদস্যরা হচ্ছেন, এডভোকেট দিদারুল হক চৌধুরী, এডভোকেট জহিরুল ইসলাম রানা, এডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট শামীম আহমেদ এবং এডভোকেট মনোয়ার হোসেন ছাত্তার।
বাংলা৭১নিউজ/এসএ