বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার নেত্রকোনায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, সমবায় বিভাগ, জেলা সমবায় ইউনিয়ন ও সমবায়ীদের উদ্যোগে শনিবার বেলা ১১টায় পাবলিক হলের সামনে জাতীয় সঙ্গীত ও সমবায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে অলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমবায় অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিহা সুলতানা, বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, ডাঃ এম এ হামিদ খান, জেলা আওয়ামীলীগর দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান, মুক্তিযোদ্ধা নূরুল আমীন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ অন্যন্য নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজে/এবি