র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ শনিবার নেত্রকোনার খালিয়াজুরীতে ঝটিকা অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আকিরুল ইসলামকে (২৪) আটক করেছে। আটককৃত আকিরুল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদ নগর গ্রামের আবুল কালামের পুত্র।
র্যাব-১৪ এর অধিনায়ক এম শোভন খান জানান, আকিরুল আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ হাওরাঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম শনিবার সকাল ১১টায় খালিয়াজুরী সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আকিরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/জিকে