বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি : ‘জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হউক বাংলা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাগো নিউজ-২৪ ডট কমের উদ্যোগে অনলাইন আবেদনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শনিবার বিকালে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, টিভি ফোরামের সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিক পল্লব চক্রবর্তী এবং জাগো নিউজ-২৪ ডট কমের জেলা প্রতিনিধি কামাল হোসেন। পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দানের অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। আলোচনা সভার আগে জেলা শহরে বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস