বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সনোরা গ্রামে রবিবার সকালে লোহার খাঁচা ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ।
সনোরা গ্রামের মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান জানান, গত কয়েক মাস ধরে রতন মুন্সীসহ কয়েকজন খামারীর হাঁস মুরগী রহস্যজনক নিখোঁজ হচ্ছিলো। খামারীরা হাস মুরগী নিখোঁজ হওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখে খামারের আশপাশে এবং জঙ্গলে হাঁস মুরগীর পালকসহ হাড়-গুড় পরে রয়েছে। তারা হাস মুরগী নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের জন্য লোহার রড দিয়ে বিশেষ ধরনের ফাঁদ (খাঁচা) তৈরী করে। রাতের বেলায় সেখানে একটি মুরগী ঢুকিয়ে ফাদ পাতা হয়। রবিবার সকালে পাতা ফাঁেদ আটকা পড়ে একটি মেছো বাঘ।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খানের সাথে যোগাযোগ করলে তিনি মেছো বাঘ আটকের কথা নিশ্চিত করে বলেন, আটক বাঘটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস