বাংলা৭১নিউজ,নেত্রকোনা: নেত্রকোনা জেলা শহরের বুক ছিড়ে প্রবাহিত এক কালের খরস্রোতা মগড়া নদীকে দখলমুক্ত দূষণমুক্ত ও খননের দাবীতে ‘মগড়া বাঁচাও আন্দোলন’ করেছে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে ৫ দফা দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
জেলা শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মগড়া বাঁচাও আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে মগড়া নদীকে রক্ষায় ৫দফা দাবী জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, অধ্যক্ষ আনোয়ার হাসান, গবেষক গোলাম মোস্তফা, স্বাবলম্বীর স্বপন পাল, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক খানে আলম খান, কলেজ শিক্ষক শহীদুল ইসলাম, বারসিকের অহিদুর রহমান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সঞ্জয় সরকার, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনা উশু এসোসিয়েশনের মনিরুজ্জামান বাবুল, সংস্কৃতিকর্মী শিল্পী ভট্টাচার্য্য, হিমু পাঠক আড্ডার মোঃ তোফায়েল খান সায়ন, শিশু ছায়ার মুশফিকুর রহমান রিয়াদ, ছাত্র ইউনিয়নের আবু সিদ্দিক নাদিম, সংগঠনের আহ্বায়ক মোঃ নাজমুল কবীর সরকার ও সদস্য সচিব আলপনা বেগম প্রমুখ।
পরে নেতৃবৃন্দ মগড়া নদী রক্ষায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ