শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, আহত ১০

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্ৰহণ চলাকালীন নৌকা প্রতীকের লোকজনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে নৌকা প্রতীকের অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১টার দিকে ইউনিয়নের শ্রীপুর-বালি কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে কয়েকজন যুবক হঠাৎ করে কেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ সরবরাহকারীদের ওপর চড়াও হন। এতে স্বতন্ত্র তিন প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধাঘণ্টা সংঘর্ষ চলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিযন্ত্রণে আনেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন বলেন, সংঘর্ষে নৌকা প্রতীকের অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, কেন্দ্রের বাইরে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীকের অ্যাডভোকেট আব্দুর রহমান, স্বতন্ত্র (ঢোল প্রতীক) নাসির উদ্দিন, আনারস প্রতীকের খন্দকার আজিজুর রহমান মাজারুল ও ঘোড়া প্রতীকের দৌলত মিয়া।

গত ১৩ মার্চ বিএনপি সমর্থিত চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ওই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৮৩ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com