বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী অসহায় দুস্থ ও হত-দরিদ্র চক্ষু রোগীদের বিনা মূল্যে অপারেশান (ল্যান্স সংযোজন) সহ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
নেত্রকোনা সমাজ কল্যাণ সমিতি পরিচালিত জেলা শহরের সাতপাই চক্ষু হাসপাতালে গত সোমবার সকালে দুই দিন ব্যাপী বিনা মূল্যে চক্ষু অপারেশান ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, সমিতির সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ মতিয়র রহমান খান, ডাঃ এম এ হামিদ খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সায়েদুর রহমান, চেম্বারের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, সাবেক পৌর কাউন্সিলর এস এম মহসিন আলম, আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ পলাশ মজুমদার বাপী জানান, চক্ষু শিবিরে জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দু শতাধিক রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার পর ছানিপড়া ৩০ জন রোগীকে অপারেশন করে ল্যান্স সংযোজন করা হয়। বাকী রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস