বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হাননান খানের ব্যাক্তিগত উদ্যোগে শনিবার বিকালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামীলীগের নেতা হযরত আলীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলার কৃতি সন্তান আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা আব্দুল হাননান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, গোলাম, রউফ নয়ন ফকির, যুবলীগ নেতা রাশেদুল খান সুজন, ছাত্রলীগ নেতা সালমান হোসেন, তরিকুল ইসলামসহ আওয়মীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত শুক্রবারও তিনি তার নিজ ইউনিয়ন খলিশাউড় স্কুল মাঠে আরেকটি বিশাল ইফতার মাহফিল করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইফতার মাহফিলে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারকে পূনরায় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
বাংলা৭১নিউজ/জেএস