বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা মডেল থানা পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে চল্লিশা ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে অর্থ জালিয়াতি ও আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত দুই নারী আসামীকে গ্রেফতার করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান জানান, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরপুর গ্রামের আবুল কালামের স্ত্রী রানু আক্তার (৩৫) ও মোঃ সেলিমের স্ত্রী হোসনে আরা বেগমের (২৫) বিরুদ্ধে অর্থ জালিয়াতি ও আত্মসাৎ মামলা রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস