পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত নগদ অর্থ জেলার অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে অসহায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কাইলাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, কাইলাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, নেত্রকোনা জেলার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নের জন প্রতি ৫০০ টাকা করে ৪৩ হাজার অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে মোট ২ কোটি ১৫ লক্ষ টাকা বিতরণ করা হবে।
বাংলা৭১নিউজ/জিকে