বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জেলা রিটার্নিং অফিসার মঈনউল ইসলামের কাছে মঙ্গলবার তিনটি মনোনয়ন পত্র জমা পড়েছে।
নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগের প্রার্থী মানু মজুমদার দুপুর ২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ মতিয়র রহমান খান, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ^াস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ। এরপরই নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, শ্রমিক নেত্রী জলি তালুকদার। তার সাথে ছিলেন, জেলা কৃষক সমিতির সভাপতি ও সিপিবির সাবেক সম্পাদক খন্দকার আনিছুর রহমান, মোশতাক আহমেদ এবং আলমগীর হোসেন।
দুপুর ১২টার দিকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের পার্থী মোঃ খোরশেদ আলী মনোনয়নপত্র দাখিল করেন।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মোতাহ্সিম জানান, মঙ্গলবার বিকাল তিনটা পর্যন্ত ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন তিন জন।
বাংলা৭১নিউজ/জেএস