বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: ভাতিজাকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের ছুড়া টেটায় বিদ্ধ হয়ে গুরুতর আহত চাচা ছদ্দু মিয়া(৪৭) মৃত্যুর সঙ্গে দীর্ঘ ১৬ দিন পাঞ্জা লড়ার পর অবশেষে গত ৩০ মে রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত কৃষক ছদ্দু মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলা সদরের দক্ষিন পাড়া গ্রামের খুরশেদ তালুকদারের ছেলে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিনের লোকজনের সাথে ছদ্দু মিয়ার ভাতিজা হিরন মিয়ার পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ মে রইছ উদ্দিনের লোকজন হিরণ মিয়াকে মারধর করে। ছদ্দু মিয়া এ ঘটনার প্রতিবাদ করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।
এ সময় প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া টেটা ছদ্দু মিয়ার শ^াস নালীতে বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মদন, পরে ময়মনসিংহ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে পূনরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দীর্ঘ ১৬ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত ৩০ মে রাত ৯টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী টেটাবিদ্ধ ছদ্দু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিপূর্বে দায়েরকৃত ২৬ ধারার মামলাটিই এখন ছদ্দু মিয়া হত্যা মামলায় রূপান্তরিত হবে।
বাংলা৭১নিউজ/জেএস