বাংলা৭১নিউজ, নেত্রকোনা: করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে নেত্রকোনার ৪২১ জন চিকিৎসক ও সেবিকার মধ্যে ১০০ জনের জন্যে পৌঁছেছে সুরক্ষামূলক চিকিৎসা সরঞ্জামাদি পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই)।
নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা সেবায় জড়িত ডাক্তার নার্সদের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে মঙ্গলবার সকালে ১০০ পিস গ্রাউন, ১০০ পিস বিশেষ চশমা, ১০০ পিস সার্জিক্যাল মাস্ক ও ৩০০ পিস ছোট, মধ্যম ও বড় সাইজের গ্লাভস এসেছে।
এগুলো নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও বাকি ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএম