বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে “স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নারী প্রতিনিধিত্ব ঃ সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
বিএনপিএস-এর নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু’র সভাপতিত্বে উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় এডভোকেসী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নারী প্রতিনিধিত্ব ঃ সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, সাংবাদিক আলপনা বেগম, রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, কাইলাটী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মহিলা কাউন্সিলর শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা মেম্বার রুবিনা আক্তার, স্কুল কমিটির সদস্য ফারজানা আক্তার, মনোয়ারা বেগম প্রমূখ।
কর্মমালায় নারীর সম অধিকার নিশ্চিত ও সিদ্ধান্ত গ্রহন কার্যক্রমে নারীর ক্ষমতায়নে নারী সমাজকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের অধিকার সম্পর্কে আরো বেশী সচেতন হবার পাশাপাশি মেধা মননশীলতা ও যোগ্যতার ভিত্তিতে পুরুষদের সাথে কাধে কাধ মিলিয়ে নাগরিক সেবা প্রদানে তাদেরকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস