নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
আটপাড়া আওয়ামী লীগের ৩৭ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মো. আসাদুল হক।
তিনি বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় সভাপতি খাইরুল ইসলামসহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম দুই বারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ ফেরদৌস রানা আঞ্জু বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কারাগারে যাওয়াদের মধ্যে আরও রয়েছেন- উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন তালুকদার।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিরা ২০২১ সালের ১১ নভেম্বর বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামালের আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকান ভাঙচুর, লুটপাট ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশি অস্ত্র ব্যবহার এবং ককটেল বিস্ফোরণ ঘটান। বাদীর দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা লুট করে নেন।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ অক্টোবর বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ