বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ-অগ্নিসংযোগ, গুলিবিদ্ধসহ আহত ২৫ রমজানে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে বিক্রি হবে চাল তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভিয়েতনাম-মরক্কো থেকে চাল ও সার কেনার প্রস্তাব অনুমোদন বিচার বিভাগের একের পর এক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না: হাইকোর্টের রায় দেশে ফিরে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম সাতক্ষীরায় ধানক্ষেতে উঠছে গ্যাস তাবলিগ-জামাতের সংঘর্ষে আহত মিজানুরের মৃত্যু মার্চ থেকে শালবন পুনরুদ্ধারে মাঠে নামবে সরকার রাজশাহীতে স্টেশনে ভাঙচুর চালিয়ে টিকিটের টাকা ফেরত নিলেন ক্ষুব্ধ যাত্রীরা ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব ইরানি মন্ত্রীর ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনবে সরকার ভিআইপি রুমে দুই ঘণ্টার বৈঠক, সিদ্ধান্ত ছাড়াই বেরিয়ে গেলেন নেতারা মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ গ্রেনেড উদ্ধার ভারতে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে নিহত ৬ পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬ বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নিতে ব্রাজিলের প্রতি আহ্বান বিএনপির

নেত্রকোনায় আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

আটপাড়া আওয়ামী লীগের ৩৭ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মো. আসাদুল হক।

তিনি বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় সভাপতি খাইরুল ইসলামসহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম দুই বারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ ফেরদৌস রানা আঞ্জু বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

কারাগারে যাওয়াদের মধ্যে আরও রয়েছেন- উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন তালুকদার।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিরা ২০২১ সালের ১১ নভেম্বর বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামালের আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকান ভাঙচুর, লুটপাট ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশি অস্ত্র ব্যবহার এবং ককটেল বিস্ফোরণ ঘটান। বাদীর দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা লুট করে নেন।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ অক্টোবর বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com