বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা সদরের বসুন্ধরা মোড়ে বৃহস্পতিবার সকালে ধান বোঝাই ট্রাকের চাপায় মিলন বর্মণ (৪০) নামক এক পথচারী নিহত হয়েছে। নিহত মিলন মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকার হেম চরণ বর্মনের ছেলে।
পোদ্দার পট্টিতে মিলন জুয়েলার্স নামে তার একটি স্বর্নের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিলন বর্মণ বাসা থেকে বের হয়ে বসুন্ধরা মোড়ে পৌঁছলে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থেকে ধান বোঝাই একটি দ্রæতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আটক ট্রাকটিকে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এমআর