বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় সোমবার দুপুরে ইজিবাইক উল্টে তোফায়েল খান (১৮) নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার ব্রাহ্মœনজাত গ্রামের রাশিদ খানের ছেলে কেন্দুয়া সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোফায়েল খান সোমবার দুপুর দেড়টার দিকে কলেজ শেষে ইজিবাইকে চড়ে নিজের বাড়ী ফিরছিল।
ইজিবাইকটি কেন্দুয়া-ব্রাহ্মনজাত সড়কের চন্দ্রগাতি নামক স্থানে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সেটি রাস্তার পাশ্বে উল্টে পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী’র সাথে যোগাযোগ করলে তিনি সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/ইবি