বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার প্রখ্যাত কবি সাহিত্যিক ও প্রয়াত বাউল সাধকদেরকে রাষ্ট্রীয় সন্মাননা প্রদানের দাবীতে সোমবার বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সানের সড়কে মানববন্ধন পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।
বাউল আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ, বাউল রশিদ উদ্দিন একাডেমী, জালাল খাঁ স্মৃতি সংসদ, রওশন ইয়াজদানী একাডেমী ও শিকড় উন্নয়ন কর্মসূচীর এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে নেত্রকোনার কৃতি কবি সাহিত্যিক ও বাউল সাধকদের রাষ্ট্রীয় সন্মাননা প্রদানের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাউল তরীর সভাপতি মোঃ মফিজুর রহমান, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সভাপতি প্রফেসার ননী গোপাল সরকার, নেত্রকোনা শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কবি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, লোক সাহিত্য গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী ও আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠীর সভাপতি আবুল বাশার তালুকদার প্রমূখ।
বাংলা৭১নিউজ/এসএম