নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলা মুলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেল ৪ টায় শালথী বাজার মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা সোয়াইব মিয়ার সভাপতিত্বে মোঃ আবুল কালামের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা
উপওেজলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ পুত্র ওয়াসিক হোসেন অয়ন।
সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এ টি এম ফয়জুল সিরাজ জুয়েল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম-সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, পুর্বধলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আওয়ামী যুবলীগ পুর্বধলা উপজেলা সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সকল মতবেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
বাংলা৭১নিউজ/জিকে