ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। নৃত্যশিল্পী হিসেবেও তার ব্যাপক পরিচিতি। ছোটবেলা থেকেই নাচ করছেন মনামী। ৩৬ বছর বয়সী এ অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৭ সালে।
সম্প্রতি নিজের ইউটিউবে ‘গ্যান্দা ফুল’ গানের সঙ্গে নেচে ভিডিও শেয়ার করেছেন মনামী। প্রকাশের পর ভার্চুয়াল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। নেটিজেনরা লুফে নিয়েছে তার আবেদনময়ী নাচের ভিডিও। নেটিজনদের একজন ভিডিও কমেন্টস ঘরে লিখেছেন, ‘মনামি দির এক্সপ্রেশন এবং গেটআপ জোশ।
তার নীচের একজন লিখেছেন, ‘জ্যাকুলিনকে ছাড়িয়ে গেছো তুমি।
অমিত নামের একজন লিখেছেন, ‘তুমি বেশ আকর্ষণীয় এবং বুদ্ধিমতী। শুরু থেকেই তোমাকে দেখছি।’
তার নীচে নোরা ফাতেমা লিখেছেন, ‘স্পীচলেস, গ্রেট এক্সপ্রেশন।’
সব মিলিয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছেন মনামী ঘোষ- এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এদিকে, স্টার জলসার ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বিচারক হিসেবে দেখা যাবে মনামীকে। দেব এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে থাকবেন তিনি।
বাংলা৭১নিউজ/এমএন