শাকিব খানের নায়িকা তিনি। কলকাতার মেয়ে দর্শনা শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অন্তরাত্মা নামক একটি ছবিতে। যদিও মুক্তি পায়নি, তারপরেও এদেশীয় সিনেমাপ্রেমীদের নিকট তিনই শাকিবের নায়িকা হিসেবেই পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস (২২ শ্রাবণ) উপলক্ষে রবীন্দ্র সংগীতে একটি নাচ পরিবেশন করেন অভিনেত্রী দর্শনা বণিক। আর তাতেই নেটদুনিয়ায় সমোলোচনার জোয়ার বইছে। ব্যাকলেস (পিঠখোলা) ব্লাউজ পরে রবীন্দ্র নৃত্যের উপস্থপনা নিয়ে ট্রলের শিকার হচ্ছেন এ অভিনেত্রী।
পরিচালক অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের ‘জোজো’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক ঘটে দর্শনার। তারপর একে একে বেশ কয়েকটি সিনেমাতেই দেখা যায় তাকে। অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ সিরিজে তার করা হেনা মল্লিকের চরিত্রটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এছাড়া বহু মিউজিক ভিডিওতে কাজ করেছেন দর্শনা। পরিচালক সৌম্যজিৎ আদকের ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’ নামক গল্পে সৌরভ দাসের বিপরীতেও দেখা গেছে তাকে। এছাড়া তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।
এই বির্তকের শুরুটা হয় দর্শনার পোশাক নির্বাচন নিয়ে। ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। এই দিন কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই জায়গায় তার এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। হলুদ শাড়ির সঙ্গে ফিতায় বাঁধা ব্যাকলেস ব্লাউজ, খোঁপায় সুন্দর করে সাজানো জুঁই ফুলের মালা। ‘আমার মন মানে না’ গানটিতে পা মেলান তিনি।
মডেল-অভিনেত্রী দর্শনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নেটদুনিয়ায় তার ফলোয়ার প্রায় লাখ ছুঁই ছুঁই। এই ভিডিওতে অনেকে দর্শনার নাচের প্রশংসা করলেও, কেউ কেউ আবার পোশাকের জন্য তাকে নিয়ে ট্রল করতে ছাড়েননি। সমালোচনার মূলে ছিল দর্শনার পিঠখোলা ব্লাউজ। স্লিভলেস ব্লাউজের সঙ্গে রবীন্দ্রনৃত্য যেন কিছুতেই মানতে পারছেন না সমালোচকরা।
কেউ লিখেছেন, ‘উদ্দেশ্যটা কী? রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো, নাকি পিঠখোলা ব্লাউজ পরে শরীর দেখিয়ে নিজের প্রচার?’ আবার কেউ কেউ দর্শনার রুচিবোধ নিয়েও প্রশ্ন তোলেন। কেউ লিখেছেন, ‘কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য পিঠখোলা হাতকাটা ব্লাউজটা না পরলেই ভালো লাগত’।
বাংলা৭১নিউজ/এসএইচ