বাংলা৭১নিউজ, ডেস্ক: সেমি-ফাইনালে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে হন্ডুরাস সামলাতে পারবে বলে বিশ্বাস করেন দেশটির কোচ হোর্হে লুইস পিন্তো।
অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো সোনা জয়ের লক্ষ্যে রিওর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ১০টায় শেষ চারের ম্যাচটি খেলতে নামবে নেইমাররা।
রিওতে নিজেদের প্রথম দুই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ হয়ে ছিলেন নেইমার। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে কিছুটা হলেও নিজেকে ফিরে পান ব্রাজিল অধিনায়ক। আর কোয়ার্টার-ফাইনালে ভালো ফুটবল উপহার দেওয়ার সঙ্গে গোলও পান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড।
হন্ডুরাসের কলম্বিয়ান কোচ পিন্তোকে তাই অলিম্পিক ফুটবলের সবচেয়ে বড় তারকাকে আটকানোর ছক কষতেই হচ্ছে।
“নেইমারকে নিয়ে এবং তাকে কিভাবে সামলাতে পারি তা নিয়ে অনেক ভাবছি আমি। তাকে পাহারা দেওয়ার খেলোয়াড় খুঁজছি।”
এর আগে ক্লাব ফুটবলে ভেনেজুয়েলার ক্লাব দেপোর্তিভো তাচিরাকে নিয়ে নেইমারের মুখোমুখি হয়েছিলেন পিন্তো। হন্ডুরাসের জাতীয় দলের কোচ হিসেবেও নেইমারকে সামলেছেন তিনি। আর এটাই পিন্তোকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
“হন্ডুরাস ম্যাচটির জন্য মানসিকভাবে প্রস্তুত। আমরা জানি, ব্রাজিলের সমর্থকরা ৯০ মিনিটই তাদের দলকে সমর্থন করবে, কিন্তু আমাদেরও মনের আর আবেগের নিয়ন্ত্রণ থাকবে।”
শেষ আটে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা হন্ডুরাসের কোচ ব্রাজিলকে একটা হুমকিও দিয়ে রেখেছেন।
“ব্রাজিলের ফুটবলে খুব শ্রদ্ধা আছে আমার; কিন্তু বর্তমানে আপনি সমর্থক বা আপনার জার্সির রংয়ের জোরে জিততে পারেন না।”
বাংলা৭১নিউজ/সিএইস