বাংলা৭১নিউজ, ঢাকা: পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। ফলে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
শিক্ষার্থীদের দাবি, ৯ মাস পার হলেও ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফল প্রকাশ হয়নি। দ্রুত ফল প্রকাশের দাবিতে তারা গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে চেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে দেয়নি। তাই তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করেন। একই দাবিতে আজকের কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
এর আগে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে গত বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অভ্যন্তরে অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচি পালন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
বাংলা৭১নিউজ/সিএইস