চলতি বিপিএল থেকে সিলেট স্ট্রাইকার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে গতকাল রোববারই। সে হিসেবে আজ সোমবার দুর্বার রাজশাহীর বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছে সিলেট। আরিফুল হকের দলের জন্য এই ম্যাচ অর্থবহ না হলেও রাজশাহীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে টসও জিতেছে রাজশাহী। এরপর অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছেন, আগে বোলিং করবেন তারা।
লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারবে না তাসকিনের দল। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।
বাংলা৭১নিউজ/এসএইচ