ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজলোর বগাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বগাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার পিলারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এমএন