বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জঙ্গিসহ আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় এ মামলাটি দায়ের করে বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব সাংবাদিকদের বলেন, ‘অভিযানে নিহত জঙ্গিসহ আরো বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
এদিকে কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামে ওই বাড়িটির মূল ফটকে তালা ঝুলছে। ওই বাড়ির ভাড়াটিয়াদের সবাই অন্যত্র চলে গেছেন।
পুরো ভবন জুড়েই এক ধরনের নীরবতা বিরাজ করছে। তবে বাড়ির বাইরে রযেছে পুলিশি পাহারা।
বাড়িটির সামনে দায়িত্বরত মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, ভবন থেকে সব ভাড়াটিয়া চলে গেছেন।
‘পুলিশের অভিযানে নয়, জঙ্গি আস্তানা জেনেই পরিবার পরিজন নিয়ে অন্যত্র চলে গেছেন তারা।’ বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/সিএইস