বাংলা৭১নিউজ, ঢাকা: ভিন্ন মতের রাজনৈতিক দল থাকলে কোনো একটি বিষয় সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে মন্তব্য করেছেন সার্চ কমিটির সদস্য মাসুদ আহম্মেদ। তবে সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন খুঁজে বের করা অসম্ভব নয় বলেও অভিমত তার। এদিকে, জনগণের আস্থার প্রতিদান দিতে নতুন সার্চ কমিটির কাছে আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন।
ঠিক কি প্রক্রিয়ায় সার্চ কমিটি খুঁজে বের করবেন পরবর্তী নির্বাচন কমিশন সদস্য সে বিষয়টি এখনও নিশ্চিত না হলেও তা জানা যাবে সার্চ কমিটির প্রথম বৈঠকের পরেই। কমিটির সদস্য মাসুদ আহম্মেদ বলছেন যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হোক না কেনো তাদের লক্ষ্য থাকবে দক্ষ আর নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে বের করা।
দেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা থাকলে বিভিন্ন দলের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়েই এই কমিটি কাজ করবে, পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান সিএজি মাসুদ আহমেদ।
এদিকে সার্চ কমিটি নিয়ে নিজের সন্তুষ্টি জানিয়ে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন জনগণ হতাশ না করে আলোর পথ দেখেতে এ কমিটির প্রতি আহ্বান তার।
আগামী নয় কর্ম দিবসের মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য সদস্যের সম্ভাব্য একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।
বাংলা৭১নিউজ/এম