বাংলা৭১নিউজ, ঢাকা: ২০টি ওষুধ কোম্পানির সমস্ত ওষুধ এবং ১৪ টি কোম্পানির তৈরি অ্যান্টি-বায়োটিক জরুরি ভিত্তিতে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দেশে প্রায় ৩৪টি কোম্পানির ওষুধের সরবরাহ রয়েছে বাজারে। এসব কোম্পানির ওষুধ বাজারে বিক্রি হচ্ছে – এরকম একটি জনস্বার্থ মামলার রায়ে সরকারকে আজ এই নির্দেশ দেয় আদালত।
মামলাটি করেছিলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর এর আইনজীবী মনজিল মোর্শেদ।
তিনি বলেন, ‘দেশে নিম্নমানের ওষুধ উৎপাদন করছে কিছু কোম্পানি, এ নিয়ে রিট পিটিশন দাখিল করলে আদালত সেই কোম্পানিগুলো বন্ধের নির্দেশ দেয়। ওসব কোম্পানির অফিস সিলগালা করার পরও তাদের সরবরাহ করা ওষুধ বাজারে রয়ে গেছে।’
নিষিদ্ধ এসব ওষুধ এবং অ্যান্টিবায়োটিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সংসদের নির্দেশে গঠিত যে বিশেষজ্ঞ কমিটি ঐ ২০ টি ওষুধ কোম্পানি বন্ধ এবং ১৫ টি কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধ নিষিদ্ধ করার সুপারিশ করেছিলো।
সুপারিশ কমিটির নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবম ফারুক।
তিনি জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া মানের নিরিখে এই কমিটি দেশের সমস্ত ওষুধ কোম্পানি পরিদর্শন করে তাদের সুপারিশ দিয়েছিলেন।’
সূত্র: বিবিসি বাংলা
বাংলা৭১নিউজ/সিএইস