বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় এই বৈঠক শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
বৈঠক শেষে নিশা দেশাই এক টুইটার বার্তায় জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার সহযোগিতা এবং সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এর আগে তিনদিনের সফরে আজ সকাল ৮টায় ঢাকায় আসেন নিশা দেশাই বিসওয়াল।
বাংলা৭১নিউজ/এসএইস