সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
সোমবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কামালবাজার ইউনিয়নের হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার হাজরাই মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজ চলাকালীন সময়ে হঠাৎ করে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান রুহেল ও নুরুল নামের দুই নির্মাণ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় কেউ অভিযোগ করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ