রবিবার, ৩০ জুন ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশ পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে: নাছিম ৬.৭৫ শতাংশে নেমে যাবে মূল্যস্ফীতি : অর্থমন্ত্রী গুনে শেষ করা যায় না ফয়সালের সম্পদ! ৫৩ কোটি আত্মসাতের অভিযোগে প্রগতির পরিচালক গ্রেপ্তার ‘জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে’ প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হবে: প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়া সচেতনতাবিষয়ক ওয়েবিনার সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে: ফখরুল সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে ‘কেয়ার বাংলাদেশ’ বে-টার্মিনাল প্রকল্পে ৭৬০৫ কোটি টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাইডেন বাদ, শেষ মুহূর্তে ডেমোক্র্যাটদের প্রার্থী মিশেল ওবামা? বাজেটকে মোটেই উচ্চাভিলাষী মনে করি না: প্রধানমন্ত্রী ‌‘বাজার অস্থির হওয়ার নেপথ্যে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি’ ‘ভারতের সঙ্গে কোনো চুক্তি হয়নি, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে’ জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে আ. লীগ অর্থনীতি সংকটে, প্রস্তাবিত বাজেট গতানুগতিক : জি এম কাদের ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা আইন সংশোধনের তাগিদ, সচেতনতার অভাবে অপরাধ প্রমাণ কঠিন হচ্ছে তিন দিনের অভিযানে ৭০ স্থাপনা উচ্ছেদ, খালের ১০ টন বর্জ্য অপসারণ

নির্মাণকাজ শেষ না হতেই দেবে গেল সেতু

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা ঘাট এলাকায় সেতুর নির্মাণ কাজ শেষ না হতেই দেবে গেছে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর চারটি পিলার।

২৪ জুন (সোমবার) রাতে সেতুর মাঝখানের চারটি সিসি পিলার দেবে যায়। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বেলকা ইউনিয়নবাসীসহ অনেকেরই বেলকা ঘাট থেকে নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেলকা ঘাট এলাকায় একটি কাঠের সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ২০২২ সালে কাজ শুরু করে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়।

স্থানীয়দের অভিযোগ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর যোগসাজশে সেতুটির নির্মাণকাজ সঠিকভাবে করা হয়নি। ফলে, সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই মাঝখানের অংশ দেবে গেছে।

তারা আরও জানান, সেতুটির নির্মাণকাজ প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। সেতুর পাটাতনে সিমেন্টের স্ল্যাবের পরিবর্তে কাঠ দেওয়া হয়েছে। সিসি পিলারের ওপর দুই পাশে ঢালাই দেওয়া হয়েছে। কিন্তু সেতুর দুই পাশে নিরাপত্তামূলক প্রাচীর দেওয়া হয়নি। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত শুরু করেন। ভারি যানবাহন চলাচল না করলেও সাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও রিকশার মাধ্যমে মানুষ চলাচল করতো। নির্মাণ কাজে অনিয়মের কারণেই সেতুর পিলার দেবে গেছে।

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজ। নির্মাণ কাজের শেষ সময় ছিল ২০২৩ সালের মে মাস। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৩০ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে এই টাকা বরাদ্দ দেওয়া হয়।

বেলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির বলেন, ‘দীর্ঘদিন থেকে এখানে একটা সেতুর দাবি ছিল এলাকাবাসীর। সেসময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পার হতে হতো। পরে একটা কাঠের সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সেতুর পিলার দেবে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

এ বিষয়ে জানতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘ভেবেছিলাম সেতুটি হলে এলাকাবাসীর কষ্ট কমে যাবে। উপজেলা প্রকৌশল বিভাগকে বারবার সেতুর কাজ শেষ করার তাগিদ দিলেও তারা শোনেননি। সেতুটি দেবে যাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।’

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবদুল মান্নাফ বলেন, ‘আজ থেকে একবছর আগে আমি এখানে যোগদান করেছি। আমি যোগদানের আগেই সেতুর কাজ শুরু হয় এবং বিল পরিশোধ করা হয়।’

কাজ শেষ হওয়ার আগেই বিল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। তবে পিলার দেবে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘সেতু দেবে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আকস্মিক বন্যার কারণে পিলার দেবে যেতে পারে। তদন্ত রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com