ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (৩১ মে) সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮), কৈজুরী এলাকার জুলহাস (২৭) ও বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ