বাংলা৭১নিউজ, কুষ্টিয়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ৭৫ এর খুুনি এবং তাদের ধারক বাহক দোসররা এখনও বাংলাদেশে সক্রিয়। যারা ৭৫-এ বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত এখনও চক্রান্তে লিপ্ত।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্টিক হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবিধানের কোন আইন হাইকোর্ট যদি বাতিল করে তার সাথে সরকারের পদত্যাগ করবেন কেন এমন প্রশ্ন তুলে ইনু বলেন, বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ তার মত কাজ করেছে। এতে তো গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এর জন্য সরকারের পদত্যাগের কোন প্রশ্নই ওঠেনা।
তিনি বলেন, এদেশে যদি আর কোনদিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন। এসময় জেলা প্রশাসক জহির রায়হান, মিরপুর উপজেলা জাসদ সভাপতি আহমেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস