বাংলা৭১নিউজ,ঢাকা: নির্বাচন পদ্ধতির পরিবর্তন না হলে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
শনিবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে এ বিষয়টি অবহিত করেন। ইউপি নির্বাচনে সহিংসতা ও অনিয়ম রোধে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করে প্রতিনিধি দল।
বিএনপিনেত্রী সেলিমা রহমান বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন নয়। এ সরকারের অধীনে কাজ করছে ইসি। কমিশন যদি স্বাধীনই হতো তাহলে এ সহিংসতা রোধ করা যেত। ভোটে সব অনিয়ম সহিংসতার দায় নির্বাচন কমিশনের, এ সরকারের।”
প্রতিবারই সিইসির কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “সিইসি বরাবরের মতো বলতে থাকেন- আমরা ব্যবস্থা নিচ্ছি, আগামীতে উন্নতি হবে পরিস্থিতি। বাস্তবে সেই একই চিত্র- সহিংসতা, অনিয়ম, দখল অব্যাহত রয়েছে।”
সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, “সিইসিকে আমরা বলেছি- এ ইউপি ভোটে আমাদের উপলব্ধি হয়েছে আপনাদের ও এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রমাণ হয়েছে- তত্ত্বাবধায়ক সরকার থাক, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন দরকার নির্দলীয় ব্যবস্থা।”
বর্তমান ইসির অধীনে আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে সেলিমা বলেন, “এ নিয়ে দল সিদ্ধান্ত নেবে পরবর্তীতে। আমরা ইউপি দেখেছি, সব পর্যালোচনা করে দলীয় ফোরাম সিদ্ধান্ত দেবে।”
বাংলা৭১নিউজ/এসএইস