নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আবারও বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, শুরু থেকেই নিবন্ধিত ৪৪টি দলকেই নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছি। এখনও আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময় সীমা হেরফের করা হবে। তারপরও চাই, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক।
নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছে, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই।
সভায় সভাপতিত্ব করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রমুক। এ সময় জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।