বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের হয়ে ‘ডাব’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। তিনি লিখেছেন, ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’
এ বিষয়ে কথা বলার জন্য হিরো আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে, তার পিএস সুজন রহমান শুভ জানিয়েছেন, বিভিন্ন অনিয়মের কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে মিডিয়াকে জানাবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ