বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের কোনো আবদার নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন।
আমি তাকে (খালেদা জিয়া) বলতে চাই, ইসির কাছে আওয়ামী লীগের কোন মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।
আজ রোববার (৪জুন) মিরপুরস্থ মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আবদার আমরাও করবো না, আপনারাও করবেন না।
নির্বাচন কমিশন কারো আবদার শুনবেন না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দেবেন। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস